প্রচ্ছদ ›› বাণিজ্য

প্রথম প্রান্তিকে প্যারামাউন্ট টেক্সটাইলের আয় বেড়েছে

সাখাওয়াত হোসেন সুমন
২৫ ডিসেম্বর ২০২২ ১৮:২৫:৫১ | আপডেট: ২ years আগে
প্রথম প্রান্তিকে প্যারামাউন্ট টেক্সটাইলের আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বছরে নিট মুনাফা ১৬ শতাংশ বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে সমাপ্ত প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাাফা হয়েছে ২৭.৪৭ কোটি টাকা। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৩.৬৫ কোটি টাকা।

গত ৫ বছরের মধ্যে এ বছরেই প্রথম ত্রৈমাসিকে কোম্পানিটি সর্বোচ্চ আয় করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে যে সাম্প্রতিক বছরগুলোতে আধুনিকীকরণ, পুনর্বাসন এবং সম্প্রসারণ (বিএমআরই) প্রকল্পে ব্যাপক বিনিয়োগের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ব্যবসায় বিনিয়োগের কারণে এর লাভ বেড়েছে।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তালিকাভুক্ত টেক্সটাইল কোম্পানির রাজস্ব বছরে ৫০ শতাংশের বেশি বেড়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে কোম্পানিটি বিএমআরই- এর অধীনে ব্যাপক সম্প্রসারণ পরিকল্পনা গ্রহণ করেছে এবং সেই প্রকল্পের অধীনে একটি কঠিন রঞ্জক ইউনিট সম্প্রতি চালু হয়েছে। এর ফলে প্রতি মাসে ১৬.৫০ লাখ ইয়ার্ড কাপড় উৎপাদন বেড়েছে। যেখান থেকে প্রতিমাসে ২.৫ মিলিয়ন ডলার রাজস্ব আয় হবে।

নতুন সলিড ডাইং ইউনিট চালু হওয়ার পর, কোম্পানিটির মোট ফ্যাব্রিক উৎপাদন মাসে ২২.৫ লাখ ইয়ার্ডে দাঁড়িয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ইতোমধ্যেই নতুন উৎপাদন লাইন থেকে সুফল পেতে শুরু করেছে। এমনকি এর আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে নাটকীয়ভাবে ৫১ শতাংশ বেড়েছে।

টেক্সটাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মেয়াদে ২০৬.৯ কোটি টাকা আয় করেছে যা গত বছরের একই সময়ে ছিল ১৩৬.৩ কোটি টাকা।

এই অর্থবছরের প্রথম প্রান্তিকে সুতা এবং সলিড ডাইড ফ্যাব্রিক সেগমেন্ট থেকে কোম্পানিটির আয় হয়েছে ১৭৫.১০ কোটি টাকা যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১২৪.৯ কোটি টাকা।

অন্যদিকে, নিট ইয়ার্ন ডাইং ইউনিটটি সর্বশেষ প্রান্তিকে ১০.৩৮ কোটি টাকা আয় করেছে যা গত বছরের একই সময়ে ছিল ৬.২২ কোটি টাকা।

প্যারামাউন্ট টেক্সটাইল ২০২০ সালের নভেম্বরে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড (আইএসপিএল) দ্বারা পরিচালিত একটি ২০ মেগাওয়াট (এসি) গ্রিড-টাইড সোলার পিভি পাওয়ার প্ল্যান্টে বিনিয়োগ করে। এরপর কোম্পানিটি আইএসপিএলের ৮০ শতাংশ শেয়ার কিনে নেয়।

তাছাড়া, এ বছর কোম্পানিটি সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে ২০০ মেগাওয়াট হেভি-স্পিড ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ করেছে।

বিএমআরই-তে বিনিয়োগ এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধির কারণে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের কোম্পানি সেক্রেটারি রবিউল ইসলাম দ্য বিজনেস পোস্টকে বলেন, কোভিড-১৯ সময়কালে তাদের পণ্যের ব্যাপক চাহিদা ছিল। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে, কারখানার সুবিধা সম্প্রসারিত করেছি আমরা। এর ফলে আমাদের আয়ও বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মেয়াদে কোম্পানিটির পাওয়ার সাপ্লাই সেগমেন্ট থেকে আয় হয়েছে ১৩.৬৮ কোটি টাকা।

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর মেয়াদে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১.৬২ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১.৫৩ টাকা।

২০২১ অর্থবছরের এর প্রথম ত্রৈমাসিকের কোম্পানিটির ইপিএস ছিল ১.৫১ টাকা। যা ২০২০ এবং ২০১৯ অর্থবছরের একই সময়ের জন্য যথাক্রমে ১.২৩ টাকা এবং ০.৬২ টাকা ছিল।