প্রচ্ছদ ›› বাণিজ্য

প্রথমবারের মতো ৭ হাজারে ডিএসই সূচক

নিজস্ব প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর ২০২১ ১২:২৯:১৫ | আপডেট: ৩ years আগে
প্রথমবারের মতো ৭ হাজারে ডিএসই সূচক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ হাজার পয়েন্ট স্পর্শ করেছে।

২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এটাই ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বোচ্চ সূচকের রেকর্ড।

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে বেলা ১২টা পর্যন্ত মূল সূচক ৮২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিকে ব্লুচিপ সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৩০ পয়েন্টে দাঁড়িয়েছে

এখন পর্যন্ত লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে ২৫৫টি কোম্পানির দাম বেড়েছে।

এছাড়া দাম কমেছে ৩২টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টি।