প্রচ্ছদ ›› বাণিজ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেক পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৪ ১৮:৪৭:৩৮ | আপডেট: ১ year আগে
প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেক পুনর্গঠন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারপারসন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গঠন করা হয়েছে। এতে বিকল্প চেয়ারপারসন থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ সরকার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গঠন করেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটির বৈঠক প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। পরিকল্পনা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা করবে। এ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে বলেও জানানো হয়।

এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে প্রধান করে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।