প্রচ্ছদ ›› বাণিজ্য

প্রবাসীরা কত পাবেন পেনশন?

নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৩ ১৮:৪৮:৪৮ | আপডেট: ১ year আগে
প্রবাসীরা কত পাবেন পেনশন?

সর্বজনীন পেনশনের নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পেনশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এ জন্য ‘ইউপেনশন’ নামের একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এরই মধ্যে পেনশনের বিধিমালার গেজেটও প্রকাশ করা হয়েছে।

নতুন এ কর্মসূচিতে দেশের ১৮ থেকে ৫০ বছর বয়সের যেকোনো নাগরিক যুক্ত হতে পারবেন। মোট চার ধরনের স্কিমে প্রতি মাসে নির্দিষ্ট হারে অর্থ জমা দিয়ে মেয়াদান্তে বাড়তি মুনাফাসহ তা ফেরত পাওয়া যাবে। স্কিমগুলো হলো প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। প্রবাস স্কিমে প্রবাসীরা মাসে ১০ হাজার টাকা জমা করে এ সুবিধায় যুক্ত হতে পারবেন।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রবাসীদের জন্য রয়েছে প্রবাসী কর্মসূচি। 

প্রবাসীদের জন্য প্রবাস স্কিমে মাসিক চাঁদা ধরা হয়েছে ৫,০০০, ৭,৫০০ এবং ১০,০০০ টাকা। বিদেশ থেকে এ স্কিমে যোগদানের পর ৬০ বছর বয়সের আগেই কেউ দেশে ফিরলে তারা দেশীয় মুদ্রায় চাঁদা পরিশোধ করতে পারবেন অথবা স্কিম পরিবর্তন করতে পারবেন। পেনশন স্কিমের মেয়াদ শেষে স্থানীয় মুদ্রায় পেনশন দেওয়া হবে। একজন প্রবাসী ১৮ বছর বয়সে এ স্কিমে যুক্ত হয়ে ৪২ বছর ধরে প্রতি মাসে ১০,০০০ টাকা চাঁদা দিলে ৬০ বছর বয়স পর তিনি সরকারি তহবিলে মোট ৫০,৪০,০০০ টাকার চাঁদা দেবেন। এর পর ৬০ বছর থেকে ন্যূনতম ৭৫ বছর পর্যন্ত মাসিক ৩,৪৪,৬৫৫ টাকা করে পাবেন। ন্যূনতম ১০ বছর ১০,০০০ টাকা চাঁদা দিলে প্রতি মাসে ১৫,৩০২ টাকা পেনশন, চাঁদা ৭,৫০০ টাকা দিলে ১১,৪৭৭ টাকা পেনশন, চাঁদা ৫,০০০ টাকা দিলে ৭,৬৫১ টাকা পেনশন পাবেন।