প্রচ্ছদ ›› বাণিজ্য

প্রায় ১৭ লাখ টন চাল আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট ২০২১ ১৯:৫৯:০৩ | আপডেট: ৩ years আগে
প্রায় ১৭ লাখ টন চাল আমদানির অনুমতি
সংগৃহীত ছবি

চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে ৪১৫টি প্রতিষ্ঠানকে চাল আমদানির সুযোগ দিয়েছে সরকার। বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ১৬ লাখ ৯৩ হাজার টন চাল আমদানি করা হবে।

সোমবার খাদ্য মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা দ্য বিজনেস পোস্ট'কে বলেন, আমদানিকারকদের আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে পুরো চাল বাংলাদেশে বাজারজাতকরণ করতে হবে বলা হয়েছে।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি টন চালের দাম ৩৫০ থেকে ৩৮৬ মার্কিন ডলার।

খাদ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় বাজারে আমদানিকৃত চালের দাম শুল্ক ও অন্যান্য কর পরিশোধের পর ৩২ টাকা ৫০ পয়সা থেকে ৩৮ টাকা ১৫ পয়সা নির্ধারন হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বাজারে সব ধরনের আমদানিকৃত চালের মূল্য ৪০ টাকার বেশি হবে না।