প্রচ্ছদ ›› বাণিজ্য

ফরাসী চলচ্চিত্রে পোশাকখাত নিয়ে অসম্মানজনক মন্তব্য, নেটফ্লিক্সকে বিজিএমইএ’র চিঠি

নিজস্ব প্রতিবেদক
০৯ আগস্ট ২০২১ ১৬:৪২:৪৬ | আপডেট: ৪ years আগে
ফরাসী চলচ্চিত্রে পোশাকখাত নিয়ে অসম্মানজনক মন্তব্য, নেটফ্লিক্সকে বিজিএমইএ’র চিঠি

নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ফরাসী চলচ্চিত্র 'দ্য লাস্ট মার্সেনারি'তে থাকা বিশেষ সংলাপের বিষয়ে আপত্তি জানিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

সোমবার বিজিএমইএ মহাসচিব মো. ফয়জুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গত ৩০ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পায় ডেভিড শ্যারন পরিচালিত ফরাসী এ চলচ্চিত্রটি। এখানে 'মেড ইন বাংলাদেশ' গার্মেন্টস নিয়ে অসম্মানজনক ও অবমাননাকর মন্তব্য করা হয়।

দেখা যায়, চলচ্চিত্রটির প্রধান তারকা তার সংলাপে বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে এমন নেতিবাচক মন্তব্য করেছেন। যা জাতি হিসেবে বাংলাদেশীদের অনুভূতি ও গর্ববোধের জায়গায় আঘাত করেছে।

চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পরপরই বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ বিষয়ে আপত্তি জানান। তিনি আপত্তিকর সংলাপ এবং দৃশ্য সরিয়ে না নেওয়া পর্যন্ত চলচ্চিত্রটির প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত রাখার জন্য নেটফ্লিক্স এর সিইওকে চিঠি দিয়েছেন।

পাশাপাশি একই বিষয় অবহিত করে এবং সহযোগিতা চেয়ে বিজিএমইএ থেকে চলচ্চিত্রটির পরিচালক, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব, তথ্য ও সম্প্রচারণ মন্ত্রনালয়ের সচিব, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে চিঠি দেওয়া হয়েছে।