প্রচ্ছদ ›› বাণিজ্য

ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলসহ অধিকাংশ খাতের দরপতন

নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ ২০২২ ১৫:০৮:২৯ | আপডেট: ৩ years আগে
ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলসহ অধিকাংশ খাতের দরপতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, আইটি, প্রকৌশল ও বিমাসহ অন্যান্য খাতের কোম্পনিগুলোর মধ্যে বেশিরভাগেরই দরপতন হয়েছে। এতে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও শেষ হয়েছে পতনে। তবে এদিন কিছুটা বেড়েছে লেনদেন।

আজ ডিএসইতে ৮৫৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ২৯ কোটি টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৮২৯ কোটি ৫৯ লাখ টাকার।

লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে লেনদেন শেষ হয় ৬ হাজার ৭৪১ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার

আজ ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, দর কমেছে ২১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দর।