প্রচ্ছদ ›› বাণিজ্য

ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৮.৭৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৩ ১৭:৪৩:২৮ | আপডেট: ২ years আগে
ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৮.৭৮ শতাংশ

চলতি বছর জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে দেশের মূল্যস্ফীতি ০.২১ শতাংশ বেড়ে ৮.৭৮ শতাংশে উন্নীত হয়েছে।

বাংলাদেশে ভোক্তা মূল্য সূচক (সিপিআই), মুদ্রাস্ফীতির হার এবং মজুরি হার সূচক (ডব্লিউআরআই) অনুসারে, জানুয়ারিতে মুদ্রাস্ফীতির হার ছিল ৮.৫৭ শতাংশ। যা এর আগে মাস ডিসেম্বরে ৮.৭১ শতাংশ ছিল।

রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।

বিবিএস’র তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৮.১৩ শতাংশ যেখানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.৮২ শতাংশ।

অন্যদিকে চলতি বছর জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.৭৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.৮৪ শতাংশ।

তবে বিবিএস মুদ্রাস্ফীতির তথ্যের সঙ্গে কাঁচা বাজারের বাস্তব চিত্রের পুরোপুরি মিল নেই। বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনও বেড়েই চলছে।

এ বিষয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আলম বলেন, দেশে মূল্যস্ফীতির হার বাড়ছে। সেই সাথে বেড়েছে দেশের মজুরি সূচকের হারও।

বিবিএসের তথ্যানুসারে, দেশের মজুরি সূচকের হার ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭.১১ শতাংশ রেকর্ড করা হয়েছিল। যা জানুয়ারিতে ছিলো ৭.০৬ শতাংশ।

অন্যদিকে, ২০২২ সালের সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল ৯.১০ শতাংশ এবং আগস্টে ছিল ৯.৫২ শতাংশ, যা ১১ বছরের মধ্যে সর্বোচ্চ।

এদিকে, ফেব্রুয়ারিতে শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি উচ্চ হারে বেড়েছে বলেও জানিয়েছে বিবিএস।

বিবিএসের তথ্যমতে, ২০১৮-১৯ অর্থবছরের বাজেট অনুযায়ী, বাংলাদেশ চলতি অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৫.৬ শতাংশ।