কারিগরি জটিলতা কাটিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ফের লেনদেন শুরু হয়েছে।
সোমবার ২ টা ১০ মিনিটে ফের লেনদেন শুরু হয়। চলবে দুপুর ২ টা ২৫ মিনিট পর্যন্ত।
ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বন্ধ ছিল। ডিএসইর নিজস্ব আইটি টিম ও নাসডাকের প্রকৌশলীরা কাজ করে এ ত্রুটি সারিয়েছেন। এরপর ২ টা ১০ মিনিটে ফের লেনদেন শুরু হয়েছে।
এর আগে রোববার সকাল সাড়ে ৯ টায় লেনদেন শুরু হওয়ার পরে বেলা ১১ টার দিকে বন্ধ হওয়ার খবর পাওয়া যায়।