প্রচ্ছদ ›› বাণিজ্য

ফের বাড়লো আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের সুবিধা

নিজস্ব প্রতিবেদক
০২ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩৬:৫৪ | আপডেট: ৩ years আগে
ফের বাড়লো আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের সুবিধা

করোনা মহামারির কারণে ব্যাংকের মতো নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) গ্রাহকদের ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কিস্তির ৫০ শতাংশ পরিশোধ করলেই ঋণ খেলাপি হবেন না গ্রাহকরা।

বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, ঋণের বিপরীতে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রদেয় কিস্তিগুলোর ৫০ শতাংশ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করা হলে ওই সময়ে ঋণগুলো বিরূপমানে শ্রেণিকরণ বা খেলাপি করা যাবে না। এক্ষেত্রে পরবর্তী বছরের মধ্যে বাকি কিস্তিগুলো পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।

এ সময়ে গ্রাহকরা ঋণের বিপরীতে সুদ পরিশোধ করলে সুদ বা মুনাফা আয় হিসাবে স্থানান্তর করা যাবে।

এ নিয়ে চতুর্থ বারের মতো ঋণ গ্রহীতাদের জন্য ঋণ স্থগিতকরণের সুবিধা দেয়া হলো। যা গত বছরের ২৪ মার্চ প্রথমবার ঘোষণা করা হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ব্যবসায়ীরা এখনও করোনা মহামারির ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি। এর মধ্যে এলো করোনার দ্বিতীয় ধাপ। কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়টি বিবেচনা করেই সময়সীমা বাড়িয়েছে।

চলতি বছরের মার্চ পর্যন্ত ৩৪ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৩৩৫ কোটি, যা মোট বকেয়া ঋণের ১৫.৪৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এই খাতের মোট ঋণের পরিমাণ ৬৬ হাজার ৯৬২ কোটি টাকা।

করোনা পরিস্থিতির কারণে গত বছরের ২৪ মার্চ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ওই বছরের ডিসেম্বর পর্যন্ত ঋণের শ্রেণিবিন্যাস অপরিবর্তিত রাখতে বলেছিল বাংলাদেশ ব্যাংক, যাতে করে ঋণ গ্রহীতাদের অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে সহায়ক হয়।

চলতি বছরের আগস্টের শেষ দিকে ঋণ স্থগিতকরণ সুবিধা বাড়ালো ডিসেম্বর পর্যন্ত আবারও বাড়ানো হয়েছে।