প্রচ্ছদ ›› বাণিজ্য

ফের রিমান্ডে ইভ্যালির রাসেল, কারাগারে স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৮:১৫ | আপডেট: ৩ years আগে
ফের রিমান্ডে ইভ্যালির রাসেল, কারাগারে স্ত্রী

রাজধানীর ধানমন্ডি মডেল থানায় দায়ের করা অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গুলশান থানায় দায়ের করা অপর এক মামলায় তিনদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করলে মঙ্গলবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক এ আদেশ দেন।

একইসঙ্গে রাসেলের স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এর আগে আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা।

এদিকে গত ১৭ সেপ্টেম্বর অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল এবং তার স্ত্রীসহ ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

ওল্ড পল্টন এলাকার মোহাম্মদ কামরুল ইসলাম বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় এই মামলাটি দায়ের করেন।

এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন ইভ্যালির ভাইস প্রেসিডেন্ট আকাশ, সিনিয়র অ্যাকাউন্টস ম্যানেজার তানভীর আলম, ম্যানেজার জাহেদুল ইসলাম ও সিনিয়র এক্সিকিউটিভ জাওয়াদুল হক চৌধুরী।

একইদিনে গুলশান থানায় দায়ের করা অপর এক মামলায় রাসেল ও তার স্ত্রীকে মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর ঢাকার একটি আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করে।