পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের ওপর আবারও ফ্লোরপ্রাইস আরোপ করেছে পুঁজিবাজার নিয়িন্ত্রক সংস্থা বিএসইসি। গত ২১ ডিসেম্বর এসব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের উপর থেকে ফ্লোরপ্রাইস তুলে নেয়া হয়েছিল।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
ফ্লোরপ্রাইস পুনরায় আরোপের বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ একটি আদেশ জারি করেছে। এতে বলা হয় এখনই ফ্লোর প্রাইস তুলে দেয়ার কোন পরিকল্পনা বিএসইসির নেই। এ আদেশ আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
পুঁজিবাজারে লেনদেনে গতি ফেরাতে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেওয়া হয়েছিল গত বছরের ২১ ডিসেম্বর। একইসাথে এসব কোম্পানির শেয়ারদর এক দিনে কমার সর্বোচ্চ সীমা নির্ধারিত হয়েছিল ১ শতাংশ। তবে গত কয়েকদিন গুজব ছড়িয়ে পড়েছিল যে ফ্লোর প্রাইস উঠিয়ে দিচ্ছে বিএসইসি। এতে পুঁজিবাজারে টানা দরপতন শুরু হয়। এ অবস্থার প্রেক্ষিতে ১৬৯ কোম্পানির শেয়ারদরের ওপর আবারও ফ্লোরপ্রাইস আরোপ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।