প্রচ্ছদ ›› বাণিজ্য

ফ্লোর প্রাইস স্থায়ী কোনো ব্যবস্থা নয়: বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২২ ১৭:৩৯:৫২ | আপডেট: ২ years আগে
ফ্লোর প্রাইস স্থায়ী কোনো ব্যবস্থা নয়: বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান (বিএসইসি) শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, দেশের পুঁজিবাজারের ৮০ শতাংশ ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রটেকশনের জন্যই ফ্লোর প্রাইস। তবে এটা সাময়িক একটা ব্যবস্থা। এটা স্থায়ী কোনো ব্যবস্থা নয়।

সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ভিন্ন সংকটের মধ্যেও দেশের পুঁজিবাজার ভালো করছে। বাজার উন্নয়নে সরকারের সহায়তা অব্যাহত রয়েছে। তবে জেনে-বুঝে বিনিয়োগ করা লোক অনেক কম বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান।

ডিএসই চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে লেনদেন ও সূচক অনেক বেড়েছে। একইসঙ্গে মার্কেট ক্যাপিটালও বেড়েছে। গত বছর বাজার মূলধন ছিলো ৫ লাখ ৪২ হাজার কোটি টাকা। বর্তমানে এর পরিমাণ সাড়ে ৭ লাখ কোটি টাকা। বর্তমান কমিশন গভর্নেন্সে বেশ মনযোগী হয়েছে। এটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

পুঁজিবাজারের সম্ভাবনা উল্লেখ করে তিনি বলেন, আমাদের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। গত ২০১৯ সালে ৮ শতাংশের কাছাকাছি অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছিলো। সে সময় বিভিন্ন সংকট দেখা দেয়। সংকটের মধ্যেও ৫ শতাংশের উপরে গ্রোথ হয়েছে। এছাড়া সারা দেশের মানুষের হাতে টাকা আছে। একইসঙ্গে রয়েছে শক্তিশালী উদ্যোক্তা। তারা মার্কেটে আসতে চায়। তবে খাতটিতে দক্ষ জনবলের অভাব রয়েছে। বাজারে গুটিকয়েক মানুষের পদচারণা রয়েছে। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যাও অনেক কম।

ইআরএফ’র সভাপতি শারমীন রিনভীর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন চিটাগং স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বিএপিএলসির সাবেক প্রেসিডেন্ট আজম জে চৌধুরী প্রমুখ।