প্রচ্ছদ ›› বাণিজ্য

বড় আমানতকারীদের উপর আবগারি শুল্ক বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২২ ১৭:২২:২৫ | আপডেট: ৩ years আগে
বড় আমানতকারীদের উপর আবগারি শুল্ক বাড়ছে

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৫ কোটি টাকা ব্যাংক জমার বিপরীতে আবগারি শুল্ক ১০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

গত অর্থবছরে এক্ষেত্রে ৪০ হাজার টাকা দিতে হত আমানতকারীদের। প্রস্তাবিত বাজেটে বছরের যেকোনো সময়ে ব্যাংকে ৫ কোটি টাকা জমা থাকলে একজন আমানতকারীকে আবগারি শুল্ক হিসাবে বার্ষিক ৫০ হাজার টাকা প্রদানের কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ৫১ তম বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন।

বাজেট বক্তব্যে মন্ত্রী বলেন, আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য আবগারি শুল্ক ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব করছি, বছরের যে কোনও সময় কারো ব্যাংক ব্যালেন্স ৫ কোটি টাকার উপরে থাকলে তার ওপর এই কর কার্যকর করার প্রস্তাব করা হলো।

এদিকে করোনা মহামারি মোকাবিলায় সরকার ২০২২-২৩ অর্থবছরের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। 

অর্থমন্ত্রী বলেন; এই তহবিলটিকে ‘ব্লক বরাদ্দ’ হিসাবে বিবেচনা করা হবে, মহামারী মোকাবেলায় বিদায়ী বাজেটে রাখা ১০,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের মতো। এ টাকা মূলত করোনার ভ্যাকসিন সংগ্রহের জন্য ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে।