প্রচ্ছদ ›› বাণিজ্য

বনানীর অটোগ্রাফ টাওয়ারে এইচবিএলের প্রধান ব্রাঞ্চের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২২ ১৭:৫৯:১২ | আপডেট: ২ years আগে
বনানীর অটোগ্রাফ টাওয়ারে এইচবিএলের প্রধান ব্রাঞ্চের উদ্বোধন

রাজধানী ঢাকার বনানীতে ৬৭ কামাল আতাতুর্ক এভিনিউতে অবস্থিত অটোগ্রাফ টাওয়ারে নতুন প্রধান ব্রাঞ্চ উদ্বোধন করেছে এইচবিএল ব্যাংক। গ্রাহকদের আরও উন্নত মানের সুবিধা ও সেবা প্রদানের উদ্দেশ্যে গুলশান থেকে বনানীতে ব্রাঞ্চটি স্থানান্তর করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান ব্রাঞ্চের উদ্বোধন করেন এইচবিএল-এর প্রেসিডেন্ট ও সিইও মুহাম্মদ আওরঙ্গজেব। এসময় আরও উপস্থিত ছিলেন- এইচবিএল-এর ইন্টারন্যাশনাল ব্যাংকিং প্রধান ফয়সাল লালানি, এইচবিএল-বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সেলিম বরকত, বাংলাদেশে আগা খান ডেভলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন)-এর রেসিডেন্ট ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ মহামান্য মুনির এম. মিরালি প্রমুখ।

প্রেসিডেন্ট ও সিইও মুহাম্মদ আওরঙ্গজেব বলেন, “গ্রাহকদের বিভিন্ন ধরনের আর্থিক সেবা প্রদানে আমাদের ব্যাংক দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের রূপান্তরে এইচবিএল কাজ করে যাবে। একইসাথে আমরা আমাদের ব্যাংকিং লাইসেন্সপ্রাপ্ত প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যের দিকেও এগিয়ে যাচ্ছি।।”

এইচবিএল-বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সেলিম বরকত বলেন, “আমাদের ব্রাঞ্চটি বনানীতে স্থানান্তরিত হওয়ায় গ্রাহকদের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করছি, গ্রাহকদের সেরা পণ্য ও পরিষেবা প্রদানের জন্য বাজার-ভিত্তিক সক্ষমতা বৃদ্ধিতে আমরা কাজ করে যাবো।”

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এইচবিএল বাংলাদেশের নতুন ব্রাঞ্চটিতে উন্নত মানের পরিষেবার উপযোগী পরিবেশও পাচ্ছেন গ্রাহকরা। ব্যাংকটি তার গ্রাহকদের জন্য আরএমবি/সিএনওয়াই (রেনমিনবি) অ্যাকাউন্টের সুবিধা প্রদান করছে। তাছাড়াও, চীনে এইচবিএল-এর উপস্থিতির কারণে সে দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে ব্যবসা পরিচালনা আরও সহজ হয়ে উঠছে।