বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন ইসিবি চত্বরে এসএস ডব্লিও মেগা ফুড পার্ক।
বৃহস্পতিবার সন্ধ্যায় অনলাইন গ্রুপের কর্ণধার খান মোহাম্মদ আক্তারুজ্জামানের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় নতুন ধারার খাবার শপ। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. জামিল আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অর্থ উপদেষ্টা শাহ আলম সিদ্দিকী, ভিক্টোরিয়া হেলথ কেয়ারের চেয়ারম্যান ও ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র কনসালটেন্ট তানভির রহমান, বসুন্ধরা এবিজি মিডিয়ার নির্বাহী পরিচালক মেহেদি হাসান বাবু, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনসুরুল আলমসহ আরও অনেকে।
‘এএস ডব্লিও মেগা ফুড পার্ক’ নামে এই প্রথম ক্যান্টনমেন্ট ও এর আশপাশে এলাকায় মডার্ন ফুডকোর্ট হিসেবে পরিচিতি পাবে। এখানে বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক মানের খাবার পরিবেশনা, ইটালীয়, থাই, চাইনিজ, ভারতীয়, কাবাব, স্যান্ড উইচ, প্যাস্ট্রি, বার্গার, কেক, ওয়াফেল, ক্রেইপসহ উন্নত দেশের নানা ধরনের খাবারের সমাহার দিয়ে সাজানো হয়েছে এই ফুড কোর্ট।
অনলাইন গ্রুপের কর্ণধার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, ‘এএস ডব্লিও মেগা ফুড পার্কে’ অনলাইন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে আমি প্রাকৃতিক পরিবেশে ফুড কোর্টের আয়োজন দেখতে পেয়েছি। সেই ধারণা ও পরিকল্পনা থেকেই প্রিয় শহরে এই ফুড কোর্ট প্রতিষ্ঠা করেছি।