প্রচ্ছদ ›› বাণিজ্য

বর্ষসেরা উদ্যোক্তা হলেন আহসান খান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২২ ১৩:৫৫:২৪ | আপডেট: ২ years আগে
বর্ষসেরা উদ্যোক্তা হলেন আহসান খান চৌধুরী
সংগৃহীত

বর্ষসেরা উদ্যোক্তা’র (এন্টারপ্রেনার অব দ্য ইয়ার) স্বীকৃতি পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী।

সম্প্রতি রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে প্রথমবারের মতো ‘সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠিত হয়।

করপোরেট সেক্টরে অসাধারণ অবদান রাখায় সেখানে আহসান খান চৌধুরীর হাতে বর্ষসেরা উদ্যোক্তার পুরস্কার তুলে দেয়া হয়।

এ স্বীকৃতির জন্য বাংলাদেশ ব্র্র্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানান আহসান খান চৌধুরী।

তিনি বলেন, ‘আজকে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড পেয়ে আমরা সম্মানিত হলাম। আমরা আরও উৎসাহিত হবো। আমরা যেভাবে সম্মানিত হলাম, ভবিষ্যতে আরও অনেক উদ্যোক্তা সম্মানিত হবেন বলে আশা করছি।’

অনুষ্ঠানে ১৬টি ক্যাটাগরিতে দেশের ১৬ জন শীর্ষ করপোরেট ব্যক্তিত্বকে অ্যাওয়ার্ড দেয়া হয়। অনুষ্ঠানে প্রায় সাড়ে তিনশো ব্যবসায়ী নেতা, বিশেষজ্ঞ ও পেশাদার ব্যক্তিত্বরা অংশ নেন।