প্রচ্ছদ ›› বাণিজ্য

বাংলাদেশ-ইরানের বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২২ ১৪:২০:১৫ | আপডেট: ২ years আগে
বাংলাদেশ-ইরানের বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও ইরান।

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী বাংলাদেশের শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন ইরানের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী মেহেদি সাফারি পররাষ্ট্র।

উপমন্ত্রী বলেন, বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, জ্বালানি, রাসায়নিক সার ও খাদ্য নিরাপত্তায় সম্পর্ক আরও জোরদার করতে পররাষ্ট্র দপ্তরের পরামর্শ ও যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক পারস্পরিক সুবিধাজনক সময়ে হওয়া উচিত।

তাকে বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন এবং বাণিজ্য প্রতিনিধিদলের আরও সফরের আহ্বান জানান শাহরিয়ার।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে আন্তঃসরকারি সংস্থার অধীনে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনার জন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়।

শাহরিয়ার এবং মেহেদী আইওআরএর অধীনে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।