প্রচ্ছদ ›› বাণিজ্য

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২১ ১৮:৪৯:৪৭ | আপডেট: ৩ years আগে
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সের চুক্তি স্বাক্ষর

‘কোভিড-১৯’ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্টের (সিইসিআরএফপি)’ আওতায় পুনঃঅর্থায়ন তহবিলের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ফাইন্যান্স।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্টের (সিইসিআরএফপি) মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মো. আব্দুল ওয়াহাব এবং বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কায়সার হামিদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষরের পর নথি বিনিময় করা হয়।

এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এমদাদুল হক, বাংলাদেশ ফাইন্যান্সের এসএমই প্রধান মোহাম্মদ কোহিনুর হোসেনসহ বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।