প্রচ্ছদ ›› বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২২ ১৯:২৮:৩৯ | আপডেট: ৩ years আগে
বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে
(ফাইল ছবি)

রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ৬টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।’

রাফি আল ফারুক বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন ও আগুন লাগার কারণ জানতে চেষ্টা চলছে।