প্রচ্ছদ ›› বাণিজ্য

বাংলাদেশের ভেতর দিয়ে বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী চালু করতে যাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২২ ১৮:১০:২৫ | আপডেট: ২ years আগে
বাংলাদেশের ভেতর দিয়ে বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী চালু করতে যাচ্ছে ভারত
সংগৃহীত

উত্তরপ্রদেশের বারাণসী ও আসামের বগিবিলের মধ্যে বিশ্বের দীর্ঘতম নদী প্রমোদতরী চালু করতে যাচ্ছে ভারত সরকার। বিলাসবহুল এ প্রমোদতরীটি বাংলাদেশের ভেতর দিয়ে চালানোর প্রস্তাব করেছে ভারত সরকার।

শুক্রবার বেশকিছু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে এ খবর।

সংবাদমাধ্যম টাইমস নাউয়ের খবরে বলা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে বারাণসীতে থেকে দীর্ঘতম এ প্রমোদতরীর যাত্রা শুরু হতে চলেছে। এর মাধ্যমে ৫০ দিনে বারাণসী থেকে ডিব্রুগড় যাত্রা করা যাবে। একই সঙ্গে কাঞ্জিরাঙ্গা ও সুন্দরবনের মতো চমৎকার জায়গার মধ্য দিয়ে যাত্রা করবে প্রমোদতরীটি।

আরেক সংবাদমাধ্যম আজতাকের খবরে বলা হয়, 'রিভার ক্রুজ গঙ্গা বিলাস' নামের এ প্রমোদতরীটি ভারতে নির্মিত প্রথম নদী জাহাজ, যা দীর্ঘতম যাত্রা শুরু করবে। প্রমোদতরীটির দৈর্ঘ্য হবে ৬২.৫ মিটার, প্রস্থ ১২.৮ মিটার। এতে ১৮টি স্যুট থাকবে। এটি সম্পূর্ণ নিরাপদ হবে, এই দৃষ্টিকোণ থেকে এটি প্রস্তুত করা হয়েছে।

সম্পূর্ণরূপে ভারতে তৈরি এই জাহাজ কাশীর ঘাট থেকে যাত্রা শুরু করবে। কাশী থেকে বগিবিল (ডিব্রুগড়) এই ক্রুজ যাত্রা মোট ৩২০০ কিলোমিটার হবে।

বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়, গঙ্গা বিলাস নামের প্রমোদতরীটি ভারত ও বাংলাদেশের ২৭টি নদী প্রণালীর মধ্য দিয়ে যাবে এবং ৫০টিরও বেশি স্থানে থামবে। সুন্দরবন ডেল্টা এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যানসহ পার্কগুলির মধ্য দিয়েও হবে এই যাত্রা। দীর্ঘ ভ্রমণে বিনোদনের জন্য থাকবে সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও ফিটনেসের জন্য জিমসহ নানা সুবিধা থাকবে। প্রমোদতরীটি সম্পূর্ণরূপে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এবং সম্পূর্ণ নিরাপদ।

ভারতের নৌপরিবহণ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানিয়েছেন, এই ক্রুজ পরিষেবা গঙ্গা , ইন্দো-বাংলাদেশ প্রোটোকল রুট ও ব্রহ্মপুত্র জুড়ে প্রায় চার হাজার কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করবে। পাশাপাশি স্থানীয়দের জীবিকা নির্বাহের জন্য ও পর্যটন, পণ্য পরিবহণে বাণিজ্যের প্রচারও করা হবে।

ভারতের জল পরিবহনের দীর্ঘতম এবং রোমাঞ্চকর নদী ক্রুজ যাত্রার সময় প্রকাশ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, প্রমোদতরীটিতে আশ্চর্যজনক অ্যাডভেঞ্চার থাকবে।