বাংলাদেশের শিপ রিসাইক্লিং ও শিপ বিল্ডিং সেক্টরে বিনিয়োগ করতে চায় বেলজিয়াম। সেই সঙ্গে বাংলাদেশে বেলজিয়ামের দূতাবাস না থাকলেও ঢাকাস্থ সুইডেন দূতাবাসের মাধ্যমে ভিসা প্রক্রিয়া সহজীকরণে আশ্বস্ত করেন বেলজিয়াম রাষ্ট্রদূত দিদিয়ের ভ্যানডার হ্যাসল।
বৃহস্পতিবার চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকমন্ডলীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান দিদিয়ের ভ্যানডার হ্যাসল।
রাষ্ট্রদূত বলেন, ‘বেলজিয়াম ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ত্বরান্বিত করার উদ্দেশ্যে চট্টগ্রামে বাণিজ্য প্রতিনিধির এই সফর। এখানে চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের সাথে আলোচনা হবে, যার মাধ্যমে দু’দেশের মধ্যে কিভাবে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করা যায় সেই বিষয়ে দৃষ্টিপাত করবো।’
বাংলাদেশ থেকে প্রায় ১ বিলিয়ন ডলার তৈরি পোশাক বেলজিয়ামে রপ্তানি হয়। এই রপ্তানি আরও বৃদ্ধির লক্ষ্যে পণ্য বৈচিত্র্য করণের উপর গুরুত্বারোপ করতে বাংলাদেশী ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।
চেম্বার সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন বলেন, ‘বাংলাদেশ থেকে তৈরিপোশাক ও বাইসাইকেলসহ বিভিন্ন পণ্য বেলজিয়ামে রপ্তানি হয়। এছাড়া বাংলাদেশ বেলজিয়াম থেকে আয়রন, স্টীল, মেশিনারী, কেমিক্যালসসহ বিভিন্ন পণ্য আমদানি করে থাকে। কিন্তু বাংলাদেশে বেলজিয়ামের বিনিয়োগ খুবই নগন্য। তাই এখনই সময় এসেছে বাংলাদেশে বেলজিয়ামের বিনিয়োগ বাড়ানোর।’
তিনি বাংলাদেশের বৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে কৃষিভিত্তিক শিল্প, কসমেটিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং এবং বাইসাইকেল ইন্ডাষ্ট্রিতে বিনিয়োগের সুযোগ কাজে লাগিয়ে অংশীদারিত্বের ভিত্তিতে অথবা একক বিনিয়োগের আহ্বান জানান।
মতবিনিময়ের পূর্বে বেলজিয়ামের তিনটি ব্যবসায়িক গ্রুপ কিপকো ড্যামাকো গ্রুপ, এ্যাকুয়া বার্ক ও আইবিএ প্রতিনিধি দলের সাথে চেম্বার সদস্যদের সাথে বিটুবি সেশন অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় চেম্বার সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, ওয়ালোনিয়া’র ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশনার গোয়ালিয়াম ডি বাসুমপিয়েরে, ফ্ল্যান্ডার্স’র ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশনার বাবেতে ডেসফজ, চেম্বার পরিচালকদ্বয় জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর) ও অঞ্জন শেখর দাশসহ বিএসআরএম গ্রুপের প্রতিনিধি সঞ্জয় দাশ বক্তব্য রাখেন।
এ সময় চেম্বার পরিচালকবৃন্দ মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মোঃ ওমর ফারুক ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ ও রিলায়েন্স এসেট্স্ এন্ড ডেভেলাপমেন্টস (বিডি) লিঃ-এর পরিচালক ওমর মুক্তাদিরসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।