প্রচ্ছদ ›› বাণিজ্য

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ আরও গভীর হবে: উজবেক পররাষ্ট্রমন্ত্রী

টিবিপি ডেস্ক
৩০ আগস্ট ২০২৩ ১৩:৫৫:১০ | আপডেট: ১ year আগে
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ আরও গভীর হবে: উজবেক পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম মঙ্গলবার (২৯ আগস্ট) উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বখতিয়ার ওডিলোভিচ সাইডভের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশ রাষ্ট্রদূতের কর্মকালীন সময়ে তার কূটনৈতিক মিশনের সার্বিক সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তার ব্যক্তিগত শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দিতে অনুরোধ করেন।

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে উজবেকিস্তানের গুরুত্বপূর্ণ বন্ধু ও অংশীদার হিসেবে অভিহিত করে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বখতিয়ার ওডিলোভিচ সাইডভ আগামী দিনে দেশটির সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও গভীর ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন, বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধ শিল্প খাতে অপার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মনিরুল ইসলাম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে তার আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জানান এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানান।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অগ্রযাত্রার চিত্র তুলে ধরে তিনি উজবেকিস্তানের ব্যবসায়ী নেতৃবৃন্দকে আরও বিস্তৃত বাংলাদেশের বানিজ্য ও বিনিয়োগ সুবিধাসমূহ কাজে লাগানোর বিষয়ে উদ্বুদ্ধ করতে পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিকভাবে অনুরোধ করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশে উজবেকিস্তানের দূতাবাস স্থাপন এবং ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে উজবেক পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

আলাপকালে রাষ্ট্রদূত ড. ইসলাম দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সফর আয়োজনের বিষয়ে উজবেকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর সহায়তা কামনা করেন।

সূত্র: ইউএনবি