প্রচ্ছদ ›› বাণিজ্য

বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৩ ১৫:৪২:২০ | আপডেট: ২ years আগে
বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

পবিত্র শবেকদর, ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১০ দিন বন্ধ থাকছে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর। এ সময় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সংঘের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

বাংলাবান্ধা স্থলবন্দর সূত্র জানায়, বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সব সদস্যের মতামতের ভিত্তিতে ঈদুল ফিতর উপলক্ষে আগামী বুধবার থেকে বৃহস্পতিবার ও সাপ্তাহিক ছুটি শুক্রবারসহ ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৯ এপ্রিল আগের মতো যথারীতি সময়ে কার্যক্রম পরিচালিত হবে।