২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত ৫১ তম বাজেট আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারের জন্য ইতিবাচক না নেতিবাচক হবে সে দোলাচলে পতন হয়েছে পুঁজিবাজারে ।
গত কার্যদিবস উত্থানের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতনে শেষ হয়েছে আজকের লেনদেন। আজ ডিএসিইতে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
বৃহস্পতিবার ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩.৯৪ পয়েন্ট। আজ এ সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৪৮০ দশমিক ৩০পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১৩ দশমিক ৭৪ পয়েন্টে। ডিএসই৩০ ইনডেক্স কমেছে ১.২৬ পয়েন্ট। আজ এ সূচকটির সর্বশেষ অবস্থান ছিল ২ হাজার ৩৫২ দশমিক ৩৮ পয়েন্ট।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫৮ কোটি ২৬ লাখ টাকা। যেখানে গতকাল লেনদেন হয়েছিল ৯১৯ কোটি ৬৫লাখ টাকার। আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৭ টির, কমেছে ১৯৫ টির এবং অপরিবর্তিত ছিল ৪৭ টি কোম্পানির শেয়ার দর।
দেশের অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।