বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করা হয়। বাজেট পরবর্তী সপ্তাহের প্রথম কর্মদিবসে সূচকের পতনে শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন।
আজ লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২২.৮৭ পয়েন্ট।
আজ এ সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৪৫৭ দশমিক ৪৩ পয়েন্টে। আলোচ্য সময়ে অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪০৭ দশমিক ৭৩ পয়েন্টে এবং ডিএসই৩০ ইনডেক্স কমেছে ৮.৪১ পয়েন্ট।
রোববার প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৬৮ টির, কমেছে ২২৩ টির এবং অপরিবর্তিত ছিল ৪৩ টি কোম্পানির শেয়ার দর। এ সময়ে ডিএসইতে ৮০ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে।