প্রচ্ছদ ›› বাণিজ্য

বাজেটে দিকনির্দেশনার অভাব রয়েছে: সানেম

০৫ জুন ২০২১ ১৫:২১:৫০ | আপডেট: ৪ years আগে
বাজেটে দিকনির্দেশনার অভাব রয়েছে: সানেম

রফিকুল ইসলাম

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সঠিক নির্দেশনার অভাব রয়েছে। শিক্ষা খাত, কর্মসংস্থান এবং করোনা মহামারিতে সৃষ্ট দারিদ্রতা নিয়ে বাজেটে পূর্ণাঙ্গ নির্দেশনা নেই বলে মনে করছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)।

শনিবার বাজেট পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই পর্যবেক্ষণের কথা জানায় গবেষণা প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান বলেন, 'প্রস্তাবিত বাজেটে আমরা বেশ কয়েকটি অসঙ্গতি দেখতে পাচ্ছি। শিক্ষা খাত, কর্মসংস্থান ও দরিদ্রদের ব্যাপারে বাজেটে কোনো সঠিক চিন্তাভাবনা করা হয়নি।'

তিনি জানান, বাজেটের প্রতিপাদ্য খুবই আকর্ষণীয়। কিন্তু এর সাথে জীবন ও জীবিকার দৃষ্টিভঙ্গি বিচ্ছিন্ন।

এই অর্থনীতিবিদ আরও বলেন, 'করোনাভাইরাস ও এর ফলে সৃষ্ট সমস্যাগুলো সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি বাজেটে। আমরা লক্ষ্য করছি, এই করোনা মহামারিতে সৃষ্ট অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে অসম্পূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এই বাজেট বিভিন্ন ব্যাবসার ক্ষেত্রে কর মওকুফের সুযোগ করে দিয়েছে।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই অধ্যাপক আরও বলেন, 'করোনাভাইরাসের প্রভাবে দেশের শ্রমবাজারে দারিদ্রতার হার উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। কিন্তু প্রস্তাবিত বাজেটে এ নিয়ে কোনো পূর্ণাঙ্গ দিকনির্দেশনা নেই।'

প্রস্তাবিত বাজেটে কিছু ইতিবাচক দিক আছে উল্লেখ করে অধ্যাপক সেলিম রায়হান বলেন, 'বাজেটে আমরা কিছু ইতিবাচক দিকও লক্ষ্য করেছি। যেমন সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'যদিও প্রস্তাবিত বাজেট ব্যবসা বান্ধব, কিন্তু এখানে পুনুরুদ্ধারের কোনো পরিকল্পনা নেই। এছাড়া নিম্নআয়ের মানুষ, বেকার যুবক, ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রস্তাবিত বাজেট থেকে কীভাবে সুবিধা পাবে এ ব্যাপারে পরিষ্কার কোনো নির্দেশনা রাখা হয়নি।'

দুর্নীতি বন্ধ করা এবং কর ব্যবস্থাপনা ও ব্যাংকিং খাতকে সংশোধন করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন এই অর্থনীতিবিদ।