প্রচ্ছদ ›› বাণিজ্য

বাজেটে পোশাক খাতের সুনির্দিষ্ট নির্দেশনা নেই: বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক
০২ জুন ২০২৩ ২০:০২:৫০ | আপডেট: ১০ মাস আগে
বাজেটে পোশাক খাতের সুনির্দিষ্ট নির্দেশনা নেই: বিজিএমইএ
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান | ছবি- শামছুল হক রিপন

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রপ্তানিমুখী টেক্সটাইল ও তৈরি পোশাক (আরএমজি) খাতের উন্নয়নে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

শুক্রবার বিজিএমইএ’র প্রস্তাবিত বাজেট বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ফারুক হাসান এ কথা জানান। রাজধানীর তেজগাঁওয়ে আজিজ গ্রুপের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন করা হয়।

প্রস্তাবিত বাজেট পোশাক খাতের জন্য কি সুবিধা দেওয়া হয়েছে এবং কর হার কেমন নির্ধারণ করা হয়েছে সেটা এখনও পরিস্কার হয়নি। তাই বাজেট চূড়ান্ত করার সময় বিজিএমইএ’র দাবিগুলো বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান তিনি।

বিজিএমইএর দাবিগুলোর মধ্যে রয়েছে- উৎসে কর আগের মতো পয়েন্ট পাঁচ শতাংশ নির্ধারণ করা, রপ্তানি আয়ের নগদ প্রণোদনার উপর ১০ শতাংশ কর প্রত্যাহার করা, নন কটন পোশাক তৈরির কাঁচামাল এবং সৌর বিদ্যুৎ উপাদানের মেশিন আমদানি শুল্কমুক্ত করা। একই সাথে কারখানার উৎপাদন খরচ কমিয়ে আনতে বিশ্ব বাজারের সাথে জ্বালানির দাম সমন্বয়ের দাবি জানিয়েছেন ফারুক হাসান।

বিজিএমইএ সভাপতি বলেন, পোশাকের ক্রয়াদেশ কমছে, অন্যদিকে রেমিট্যান্স ও ডলারের রিজার্ভও নিন্মমুখী। এমন অবস্থায় দেশের অর্থনীতির ভিত মজবুত এবং কর্মসংস্থান ধরে রাখতে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান খাত তৈরি পোশাককে সহায়তার বিকল্প নাই। ফলে সহায়তা পেলে রপ্তানি ধারাবাহিকতা ধরে রাখতে বিনিয়োগ বৃদ্ধিসহ সরকারকে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করার চেষ্টা করবেন গার্মেন্টস মালিকরা।

কোভিডের কারণে আমাদের শিল্পে যে ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে উঠতে আমরা হিমশিম খাচ্ছি। তার উপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বেব্যাপী মন্দা চলছে, খুচরা বিক্রয় চাহিদা কমছে। এছাড়াও জ্বালানি তেলসহ সব ধরনের কাঁচামালের মূল্য বৃদ্ধির ফলে আমাদের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।