পুঁজিবাজারে তালিকাভুক্ত বাটা সু কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ মে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটি ২৬০ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল। সবমিলিয়ে কোম্পানিটির লভ্যাংশের পরিমাণ দাঁড়ায় ৩৬৫ শতাংশ। বাটা সুর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী ১৩ জুলাই বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২৯ দশমিক ৯৮ টাকা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়ায় ২৫২ দশমিক ১৬ টাকা।