প্রচ্ছদ ›› বাণিজ্য

বাণিজ্য ও অর্থনীতির উন্নয়নে এফবিসিসিআইয়ের ১০ বছরের মহাপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২১ ১৮:৩৬:৫১ | আপডেট: ৩ years আগে
বাণিজ্য ও অর্থনীতির উন্নয়নে এফবিসিসিআইয়ের ১০ বছরের মহাপরিকল্পনা

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হলে বাংলাদেশের জন্য অসংখ্য সম্ভাবনা সৃষ্টি হবে। ব্যবসা বাণিজ্য ও রপ্তানি খাতে নতুন পণ্যের চাহিদা তৈরি করবে। অর্থনীতির আকারও বৃদ্ধি পাবে। সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন অবকাঠামো প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন হলে বিদেশি বিনিয়োগও বাড়বে। তখন পণ্য পরিবহন ও বন্দরের সক্ষমতাও বাড়াতে হবে।

এসব মাথায় রেখে আগামী দিনে সরবরাহের জন্য প্রয়োজনীয় কৌশল নির্ধারণের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করছে ব্যবসায়ীদের শীর্ষ সংস্থা এফবিসিসিআই।

শনিবার বিকেলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।

১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বোছর: লাল শোবুজের মহোৎসব’ উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

তিনি বলেন, এলডিসি-পরবর্তী সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পরিবর্তিত বৈশ্বিক চাহিদা মেটাতে সেক্টর-ভিত্তিক সক্ষমতা বৃদ্ধি করা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় এফবিসিসিআই দেশীয় শিল্পের সক্ষমতা বাড়াতে একটি উদ্ভাবন কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে। আগামী মাসে সরকারের কাছে প্রস্তাবটি জমা দেওয়া হবে।

এফবিসিসিআইয়ের সাথে সার্কুলার ইকোনমি ও রিসাইক্লিং নিয়ে কাজ করছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। চলমান এসব কার্যক্রম শেষ হলে দেশের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও পুনর্ব্যবহারযোগ্য পণ্য বাড়বে বলে আশা প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক যুক্তরাজ্য ও ফ্রান্স সফরের কথা তুলে ধরে এফবিসিসিআই সভাপতি বলেন, প্রবাসীদের ২য় ও ৩য় প্রজন্ম দুই দেশের প্রধান অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু বাংলাদেশ সম্পর্কে তাদের তেমন ধারণা নেই। এসব প্রবাসী উদ্যোক্তাদের বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত করতে পারলে দুই দেশের মূলধারার বাজার দখল করা সহজ হবে। এ লক্ষ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সের মূলধারার ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে এফবিসিসিআই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সম্প্রতি এইচএসবিসির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এফবিসিসিআই। যার ফলে তৈরি পোশাকের বাইরে নতুন সম্ভাব্য পণ্য তালিকাভুক্ত করা যায়, তাদের রপ্তানির সুযোগ এবং বাধা অন্বেষণ করা যায়।

এসব কর্মকাণ্ডের ফলে উন্নয়নশীল জাতির সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির চাকা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এফবিসিসিআই সভাপতি।