প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে এফবিসিসিআই আয়োজিত তিন দিনব্যাপী বাংলাদশে বিজনেস সামিট ২০২৩ এবং বেস্ট অব বাংলাদেশ এক্সপো’র শেষ হয়েছে আজ। এর মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ইতিবাচক সাড়া এসেছে বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো: জসিম উদ্দিন।
সামিটের শেষ দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিডিয়া বাজার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদশের বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতাকে বিশ্ব দরবারে পরিচিত করার প্রয়াস হিসেবেই এই সামিট আয়োজন ছিলো। বিভিন্ন দেশ থেকে আসা ব্যবসায়ী নেতৃবৃন্দ মুগ্ধ হয়েছে আমাদের এ আয়োজনে।
ইতোমধ্যে তারা আমাদের সক্ষমতাকে স্বীকৃতি দিয়েছে। বিজনেস সামিটে অনুষ্ঠিত ৩টি প্লেনারী সেশন ও ১৪টি প্যারালাল সেশনে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা ও প্রতিবন্ধকতাগুলো নিয়ে আলোচনা হয়ছে। প্রতিবন্ধকতাগুলো দূরীকরণের মাধ্যমেই র্দীঘময়োদী বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব হবে।
আরও পড়ুন- বাংলাদেশে বিনিয়োগ সাশ্রয়ী, আকর্ষণীয় ও নিরাপদ: বাণিজ্যমন্ত্রী
এছাড়া অনুষ্ঠানের মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে নতুন করে যে সেতুবন্ধন তৈরি হয়েছে তা আগামীতে ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে এদেশকে এগিয়ে নিতে সহায়ক হবে বলেও জানান তিনি।
২০৪০ সালের আগেই বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভব উল্লেখ করে তিনি বলেন, প্রতিবছর ৫ থেকে ৬ শতাংশ হারে জিডিপির প্রবৃদ্ধি ধরে রাখা গেলে ২০৪০ সালের আগেই বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে পৌছাবে। এমনকি এর বেশিও হতে পারে। এজন্য আমাদের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি বিশ্বাস রাখতে হবে।
সামিটের শেষদিনে দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যবসায়ী নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানকে বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করে এফবিসিসিআই।
আজকের ৪৬০ বিলিয়ন ডলারের অর্থনীতি হচ্ছে বেসরকারি খাতে লিড অর্থনীতি। এ খাতের অনেক ব্যক্তি ও কোম্পানির ব্যাপক অবদান রয়েছে অর্থনীতিতে। এ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড দিচ্ছে এফবিসিসিআই। তবে এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য এফবিসিসিআইর নতুন নের্তৃত্বের প্রতি আহ্বান জানান মো: জসিম উদ্দিন।
আরও পড়ুন- বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে চায় সৌদি-চীন-ভুটান
দেশী বিদেশী বিনিয়োগ বাড়াতে ব্যবসা প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স থাকার ওপর গুরুত্বারোপ করেন এফিবিসিসিআই সভাপতি বলেন, ‘কমপ্লায়ান্স এ এগিয়ে যেতে হবে আমাদের। কমপ্লায়ান্স না থাকলে একসময় পণ্য বিনামূল্যে দিলেও কেউ নিবেনা।’
বাংলাদেশ বিজনেস সামিটে ট্যুরিজম, ফার্মাসিউটিক্যালস, ইকোনমিক জোনসহ বিভিন্ন সম্ভাবনাময় ও গুরুত্বপূর্ণ বিষয়ের উপর অনুষ্ঠিত সেশনগুলোর গুরুত্ব তুলে ধরেন মো: জসিম উদ্দিন।