প্রচ্ছদ ›› বাণিজ্য

বাণিজ্য মেলা: ফার্নিচারে ছাড়ের পরও আকাশচুম্বী দাম

নিজস্ব প্রতিবেদক
০৪ জানুয়ারি ২০২২ ১৪:৫১:৩৯ | আপডেট: ৩ years আগে
বাণিজ্য মেলা: ফার্নিচারে ছাড়ের পরও আকাশচুম্বী দাম

রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত মাসব্যাপী ২৬তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশীয় ফার্নিচারের ব্র্যান্ডগুলো ক্রেতা টানতে ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

এসব ব্র্যান্ডগুলোতে রয়েছে বিভিন্ন ডিজাইনের সোফা, টেবিল, রকিং চেয়ার, টিভি ট্রলি, ডাইনিং টেবিল, শো-কেস, ওয়্যারড্রব, আলমারিসহ নানা ডিজাইনের ফার্নিচার।

স্বনামধন্য ফার্নিচারের ব্যান্ডগুলো যেমন; হাতিল, নাদিয়া, ব্রাদার্স, আকতার, রিগ্যাল ইম্পোরিয়াম তাদের নিজস্ব প্যাভিলিয়নে ফার্নিচারের পসরা সাজিয়ে বসেছে। এসব স্টলগুলোতে অধিক সংখ্যক ক্রেতা তাদের পছন্দের ফার্নিচার কিনতে ভীড় করছেন।

বিজনেস পোস্টের সাথে আলাপকালে হাতিলের জোনাল ইনচার্জ মোহাম্মদ রাফি বলেন; বাণিজ্য মেলা উপলক্ষ্যে আমরা আমাদের সকল ফার্নিচারের উপর ৫ পারসেন্ট থেকে শুরু করে ১০ পারসেন্ট পর্যন্ত ছাড় দিচ্ছি। এর মাধ্যমে ক্রেতারা তাদের প্রয়োজনীয় ও পছন্দের ফার্নিচারগুলো কম দামে কিনতে পারবেন।

ব্রাদার্স ফার্নিচারের জ্যেষ্ঠ নির্বাহী মহিউদ্দিন রিপন বলেন; বর্তমানে আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ডের ফার্নিচারগুলোর উপরে ১৫ পারসেন্ট পর্যন্ত ছাড় দিচ্ছি। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীদের কাছ থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি।

নাদিয়া ফার্নিচারের খুচরা এবং বাণিজ্যিক বিক্রয়-এর নির্বাহী দীপু সাহা বলেন; মেলা উপলক্ষ্যে ক্রেতারা আমাদের কাছ থেকে কেনাকাটায় ১৫ পারসেন্ট পর্যন্ত ছাড় পাবেন। বাণিজ্য মেলা একটি ভালো প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা আমাদের পণ্যগুলো চমৎকারভাবে ক্রেতাদের সামনে উপস্থাপন করতে পারি।

যদিও স্থানীয় ব্র্যান্ডগুলো তাদের ফার্নিচারের উপরে ডিসকাউন্ট দিচ্ছে তথাপি তাদের পণ্যের দাম চড়া। ক্রেতাদের অভিযোগ ফার্নিচারের দাম দিন দিন আকাশচুম্বী হচ্ছে।

বাণিজ্য মেলায় ঘুরতে আসা  আমিনুল আহমেদ নামে এক ক্রেতা বলেন; আমি আমার পরিবারের জন্য একটি ড্রেসিং টেবিল কিনতে চাই। এজন্য কিছু ডিসকাউন্ট দেয়া পণ্য আমি দেখেছি। তবে তুলনামূলক কম দামে ভালো পণ্য পেতে হলে আমাকে আরও দেখতে হবে।

এ বছর মোট ২২৫ টি স্টল, ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন স্থান পেয়েছে এবারের মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মেলা চলছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

পাশাপাশি সরকারি ছুটির দিনগুলোতে মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। মেলায় টিকিটের প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের ৪০ টাকা এবং অপ্রপ্ত বয়স্কদের ২০ টাকা।

জানুয়ারির ১ তারিখ মেলা শুরু হয়। এবারই প্রথম পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে মেলা অনুষ্ঠিত হচ্ছে।