পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ৩১ মার্চ ২০২২ সালের জন্য ১০০ শতাংশ বা ১০ টাকা চূড়ান্ত নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।
তবে, মোট নগদ লভ্যাংশ হবে ৪০০ শতাংশ বা ৪০ টাকা। যার মধ্যে ৩০০ শতাংশ বা ৩০ টাকা ২০২১-২২ সালের মার্চে সমাপ্ত বছরের জন্য অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ রয়েছে, যা এরইমধ্যেই দেয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটি এ তথ্য জানায়।
সিএসইর ওয়েবসাইটে কোম্পানিটির প্রকাশিত তথ্যানুসারে, বার্জার পেইন্টসের শেয়ার প্রতি মোট আয় (ইপিএস) ৬২.৬৮ টাকা, মোট নিট সম্পদ মূল্য (এনএভি) প্রতি শেয়ার ২২৭.৩৯ টাকা এবং মোট নিট অপারেশন ক্যাশ ফ্লো ৬৩.৪৩ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ আগস্ট সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ এনটাইটেলমেন্টের রেকর্ড তারিখ ২৬ জুন।
বার্জার পেইন্টস বাংলাদেশ ২০০৬ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি “A” ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানির পরিশোধিত মূলধন ৪৬ কোটি টাকা এবং অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা।
মঙ্গলবার লেনদেনের প্রথম এক ঘণ্টায় ডিএসইতে এর শেয়ারের দাম ০.৪৪ শতাংশ কমে ১৭৩৯ টাকায় নেমেছে।
কোম্পানিটি ৩১ মার্চ ২০২১ শেষ হওয়া বছরের জন্য ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করেছে।