প্রচ্ছদ ›› বাণিজ্য

বাড়লো আইপিও আবেদনের বিনিয়োগসীমা

নিজস্ব প্রতিবেদক
০৮ জুন ২০২২ ২০:২৮:৫৪ | আপডেট: ৩ years আগে
বাড়লো আইপিও আবেদনের বিনিয়োগসীমা

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনের জন্য এখন থেকে একজন সাধারণ বিনিয়োগকারীকে সেকেন্ডারি মার্কেটে ৫০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। এনআরবি বা বিদেশি বিনিয়োগকারীর ক্ষেত্রে এ সীমা ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।  আগে ২০ হাজার টাকা বিনিয়োগ করেই বিনিয়োগকারীরা এ সুযোগ পেতেন। 

বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ আ্যন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৬ তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

পুঁজিবাজারে তারল্য বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা এবং প্রকৃত বিনিয়োগকারীরা যেন আইপিও পান সে জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।