পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারহাউজের দেয়া ঋণের (মার্জিন ঋণ) সীমা বাড়িয়েছে।
এখন থেকে স্টক ব্রোকাররা তাদের অনুমোদিত ক্লায়েন্টদেরকে তাদের বিনিয়োগকৃত অর্থের সমপরিমাণ ঋণ দিতে পারবে। সুতরাং একজন বিনিয়োগকারী তার ১০০ টাকার বিনিয়োগের বিপরীতে শেয়ারে বিনিয়োগ করার জন্য ১০০ টাকা ঋণ নিতে পারবেন।
এর আগে স্টক ব্রোকাররা বিনিয়োগের বিপরীতে ৮০ শতাংশ হারে ঋণ দিতে পারতো।
গত আট দিনের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক ৫৫৫ পয়েন্ট কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
রোববার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৭৭ পয়েন্টে।