প্রচ্ছদ ›› বাণিজ্য

বাড়ানোর একদিন পরই কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৪ ১৯:২৭:৪৬ | আপডেট: ৪ মাস আগে
বাড়ানোর একদিন পরই কমলো স্বর্ণের দাম

বাড়ানোর একদিন পরই দাম কমলো স্বর্ণের। সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্প‌তিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিবৃতিতে এই কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলেও জানিয়েছে বাজুস।

এর আগে গতকালই প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।