প্রচ্ছদ ›› বাণিজ্য

বায়রা'র ভোট শেষ, এবার ফলের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫০:৪৩ | আপডেট: ২ years আগে
বায়রা'র ভোট শেষ, এবার ফলের অপেক্ষা

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২২-২০২৪) ভোট গ্রহণ শেষ হয়েছে। শেষ পর্যন্ত ভোট পড়েছে ৯৬৯ টি। এবার শুধু ফলাফলের অপেক্ষা।

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।

বায়রার নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

ভোটার ও প্রার্থীদের মধ্যে প্রথম ভোট দিয়েছেন সিন্ডিকেটপন্থী প্যানেলের নেতা শপন। এরপর সিন্ডিকেট বিরোধী প্যানেলের নেতৃত্বে থাকা প্রার্থী আবুল বাশার ভোট দিয়েছেন।

নির্বাচনকে ঘিরে ঘটনাস্থলে পুলিশেসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।