প্রচ্ছদ ›› বাণিজ্য

বিএসইসি’র না, ডমিনেজের উদ্যোক্তা পরিচালকরা লভ্যাংশ পাবেন না

২২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৭:৩২ | আপডেট: ৩ years আগে
বিএসইসি’র না, ডমিনেজের উদ্যোক্তা পরিচালকরা লভ্যাংশ পাবেন না

সাখাওয়াত হোসেন সুমন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের বোনাস লভ্যাংশ প্রদানের সম্মতি না পাওয়ায় ২০২১ সালের জন্য উদ্যোক্তা পরিচালকরা কোনো লভ্যাংশ পাবেন না।

জুন ক্লোজিংয়ের কোম্পানিটি অর্থবছর শেষে উদ্যোক্তা পরিচালক ছাড়া শুধু শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। পাশাপাশি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার কথা জানিয়েছিল।

সে অনুযায়ী গত বছরের ৩১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ অনুমোদন করানো হয়। অনুমোদন হওয়া লভ্যাংশ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্মতির জন্য পাঠানো হলে, সংস্থাটির পক্ষ থেকে শুধু ৫ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দেয়া হয়েছে। ৫ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশের বিষয়টি বাতিল করা হয়েছে বলে মঙ্গলবার ডিএসই ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে ২০২১ সালের জন্য ডমিনেজ স্টিল যে লভ্যাংশ ঘোষণা করেছে তা শুধু শেয়ারহোল্ডাররা পাবেন। এজন্য নগদ লভ্যাংশের বিপরীতে কোম্পানিটিকে ৩ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৬৯৬ টাকা বিরতণ করতে হবে।

কোম্পানিটির মোট শেয়ারের ৩০.২০ শতাংশ বা ৩ কোটি ৯ লাখ ৮০ হাজার ৬০৯টি শেয়ার আছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া ১৯.৪৩ শতাংশ শেয়ার আছে প্রাতিষ্ঠানিক, ০.০১ শতাংশ বিদেশি ও ৫০.৩৬ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

২০২০ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির বছরেই কোম্পানি ২ শতাংশ নগদ আর ৮ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে “এন“ ক্যাটাগরি থেকে “এ“ ক্যাটাগরিতে উন্নীত হয়।

২০২১ সালের জন্য কোম্পানিটির ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হওয়ায় সিকিউরিটিজ আইন অনুযায়ী কোম্পানি আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ‘বি‘ ক্যাটাগরিতে লেনদেন করবে বলেও ডিএসই ওয়েবসাইটে বলা হয়েছে।
কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১০২ কোটি ৬০ লাখ টাকা। রিজার্ভ ও সারপ্লাসে জমা আছে ৪২ কোটি ৯৮ লাখ টাকা।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৭ পয়সা। নিট সম্পদ মূল্য (এনএভি) আগের বছরের ২১ টাকা ২৩ পয়সা থেকে কমে হয়েছে ১৭ টাকা ০৪ পয়সা।