প্রচ্ছদ ›› বাণিজ্য

বিজনেস ক্লাইমেট ইনডেক্সে বাংলাদেশের স্কোর উন্নতি হয়েছে

নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৩ ২০:২৬:৪৭ | আপডেট: ২ years আগে
বিজনেস ক্লাইমেট ইনডেক্সে বাংলাদেশের স্কোর উন্নতি হয়েছে

বিজনেস ক্লাইমেট ইনডেক্স (বিবিএক্স) অনুসারে, বাংলাদেশ ব্যবসায়িক পরিবেশে উন্নতি করেছে। ২০২২ সালে এর স্কোর হয়েছে ৬১.৯৫। যা ২০২১ সালে ছিল ৬১.০১।

বৃহস্পতিবার ঢাকায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) অডিটোরিয়ামে "বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইনডেক্স ২০২২-২৩" এর উদ্বোধনী অনুষ্ঠানে বিবিএক্স এই তথ্য প্রকাশ করে। সেখানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের উন্নতির স্বার্থে এমসিসিআই এবং পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ এই সূচক তৈরি করেছে।

সূচক অনুসারে, জমিতে প্রবেশাধিকার ৯.৯০ শতাংশ কমেছে। এক্ষেত্রে ২০২২ সালে স্কোর ৫৩.০৭ এবং ২০২১ সালে ৫৮.৯১ স্কোর ছিল। এদিকে, কর প্রদান কমেছে ১৯.৬৬ শতাংশ। এক্ষেত্রে ২০২২ সালে ৫৫.২১ এবং ২০২১ সালে ৬৮.৭২ স্কোর ছিল।

এছাড়া অর্থের যোগানও ২০২১ সালের তুলনায় ২০২২  সালে ৩০.৬৫ শতাংশ কমেছে। এক্ষেত্রে ২০২২ সালে ৩৫.২২ এবং ২০২১ সালে স্কোর ছিল ৫০.৭৮।

ব্যবসা শুরু করা, নিয়ন্ত্রক তথ্যের প্রাপ্যতা, অবকাঠামো, শ্রম নিয়ন্ত্রণ, বাণিজ্য সুবিধা এবং প্রযুক্তি গ্রহণসহ অন্যান্য সাতটি ব্যবসায়িক স্তম্ভ ২০২২ সালে আগের বছরের তুলনায় উন্নত হয়েছে।

গত কয়েক বছরে, বিশ্বব্যাপী ব্যবসা এবং বিনিয়োগগুলি প্রথমে কোভিড-১৯ মহামারি এবং পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উল্লেখযোগ্য ধাক্কা খেয়েছে। এ থেকে সম্পূর্ণ পুনরুদ্ধার হতে কিছুটা সময় লাগবে।

২০২৬ সালে এলডিসিতে উন্নতি হলে, বাংলাদেশ তার রপ্তানি বাজারে বর্ধিত প্রতিযোগিতার মুখোমুখি হবে। দেশের প্রবৃদ্ধির দৃষ্টিভঙ্গি এবং উন্নয়নের লক্ষ্য বিবেচনা করে, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ (পিইবি) দেশের ব্যবসায়িক পরিবেশ অধ্যয়নের জন্য এই উদ্যোগ চালু করেছে। এটিকে "বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইনডেক্স"(বিবিএক্স) নামে অভিহিত করা হয়েছে।

এর আগে এই প্রতিবেদনটি প্রথম ২০২১ সালে করা হয়েছিল। দ্বিতীয়বার অর্থাৎ ২০২২ সালে এই প্রতিবেদনটি করা হলো।

এটি সম্ভাব্য বিনিয়োগকারীদের এবং নীতিনির্ধারকদের সুনির্দিষ্ট অ্যাকশন প্রোগ্রাম প্রস্তুত করতে সহায়তা করবে যা শিল্পকে সামনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।