পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুন বিকেল ৩ টায়। এই সভা থেকে ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ের জন্য কোম্পানিটির নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচলনা পর্ষদের অনুমোদনক্রমে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।
আরও পড়ুন- বিমা খাতের দখলে শীর্ষ দশ
গত হিসাববছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ২০১৫ সাল থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের নগদ ডিভিডেন্ড দেয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখেছে।