বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) রপ্তানিমুখী স্পিনিং মিলগুলোতে পর্যাপ্ত পরিমাণে সুতা রয়েছে, যা প্রতিযোগিতামূলক মূল্যে তৈরি পোশাক শিল্পে সরবরাহ করতে সক্ষম বলে জানিয়েছেন বিটিএমএ’র সভাপতি মোহাম্মদ আলী খোকন।
মঙ্গলবার বিটিএমএ আয়োজিত টেক্সটাইল খাতের বিরাজমান সমস্যা ও উত্তরণ সংশ্লিষ্ট এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ খাতের লক্ষ্যমাত্রা অর্জনে সরকারকে অনতিবিলম্বে কিছু পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। পদক্ষেপগুলো হলো:
টেক্সটাইল খাতের স্পিনিং ও উইভিং মিল, যারা রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের প্রয়োজনীয় সুতা ও কাপড় দীর্ঘ দিন যাবত সরবরাহ করে আসছে, বর্তমান সংকট বিবেচনায় নিয়ে ও বিদ্যমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে বিটিএমএ’র রপ্তানিমুখী স্পিনিং মিলে তৈরি সুতার ন্যূনতম একটি অংশ ব্যাক-টু-ব্যাক এলসি’র মাধ্যমে সংগ্রহের বিধান।
বন্ডের মাধ্যমে আমদানিকৃত সুতা, কাপড় ও ড্রেস-ম্যাটেরিয়েলের অবৈধ বিক্রয় বন্ধের লক্ষ্যে নারায়ণগঞ্জ, আড়াইহাজার, রূপগঞ্জ, মাধবদী, বাবুরহাট, নরসিংদী, বেলকুচি ও সিরাজগঞ্জের মোকামগুলোতে এখন থেকেই ঘন ঘন তল্লাশী অভিযান পরিচালনা করতে হবে। এরূপ অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শান্তি দিতে হবে।
ইডিএফ সুবিধা অব্যাহত রাখাসহ কাঁচামাল আমদানির জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে এলসি খোলা অব্যাহত রাখার নির্দেশনা।
নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত। বর্ধিত গ্যাস ট্যারিফের উপর অতিরিক্ত নিরাপত্তা জামানত আদায় থেকে বিরত থাকাসহ গ্যাসের মূল্য সমন্বয়।
ব্যাংক ঋণের কিস্তি ও সুদ, অন্তবর্তীকালীন সময় তথা আগামী জুন, ২০২৪ পর্যন্ত ব্লক একাউন্টে রাখার সুযোগ প্রদানসহ পরবর্তী সময় হতে সহজ কিস্তিতে প্রদানের সুবিধা প্রদান।