প্রচ্ছদ ›› বাণিজ্য

বিডি ফাইন্যান্সের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৫:২৪:১৪ | আপডেট: ৩ years আগে
বিডি ফাইন্যান্সের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

গত ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পষর্দ। এরমধ্যে ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৪ টাকা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৭৩ টাকায়।

ডিএসই সূত্র জানায়, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ।