প্রচ্ছদ ›› বাণিজ্য

বিদেশি ও প্রবাসী বিনিয়োগ আকর্ষণে ঢাকা আন্তর্জাতিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৯:৫১ | আপডেট: ৩ years আগে
বিদেশি ও প্রবাসী বিনিয়োগ আকর্ষণে ঢাকা আন্তর্জাতিক সম্মেলন

বিদেশি বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে বিনিয়োগ আকর্ষণে চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট (বিআইআইএস) আয়োজন করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ)।

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় আগামী ২৮-২৯ নভেম্বর ঢাকার রেডিসন ব্লুতে বিডা’র প্রথম আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সরাসরি ও ভার্চুয়ালি ওই সম্মেলনে অংশগ্রহনকারীদের বেশি লাভজনক ১২টি সেক্টর সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। যেখানে ১০ টিরও বেশি দেশের প্রায় ১ হাজার বিনিয়োগকারী অংশ নেবেন।

রোববার বিআইডিএ মাল্টিপারপাস হলে লোগো এবং ওয়েবসাইট উন্মোচন অনুষ্ঠানের পাশাপাশি ইভেন্ট সামিটের আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিআইডিএর নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে তারা সব খাতে আরও বেশি এফডিআই আকৃষ্ট করার চেষ্টা করছেন।