প্রচ্ছদ ›› বাণিজ্য

বিদেশি ও প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বিজিএমইএ সভাপতির

নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২১ ১৩:০৫:৫১ | আপডেট: ৩ years আগে
বিদেশি ও প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বিজিএমইএ সভাপতির

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীসহ বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশকে তাদের পছন্দের এবং আদর্শ বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেয়ার আহবান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

১২তম বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, গত এক দশকে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রানবন্ত তরুণদের বিশাল কর্মী বাহিনী, কৌশলগত অবস্থান, রাজনৈতিক স্থিতিশীলতা, ক্রমবর্ধমান অবকাঠামো উন্নয়ন প্রভৃতিসহ বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য আদর্শ স্থান হিসেবে চিহ্নিত হয়েছে।

আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্স বৃহস্পতিবার নিউ ইয়র্কে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উচ্চ মূল্য সংযোজন এবং নন-কটন টেক্সটাইলস, খুচরা যন্ত্রাংশ, টেক্সটাইল যন্ত্রপাতি, হালকা প্রকৌশল, আইসিটি, চামড়া, ফার্মাসিউটিক্যালস, সিরামিকস ও জাহাজ নির্মানসহ বিভিন্ন প্রতিশ্রুতিশীল খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন ফারুক হাসান।

বলেন, বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও মেগা অবকাঠামো নির্মানের কাজ এগিয়ে চলছে। সেইসাথে এদেশে বিদেশী বিনিয়োগকারীদের জন্য অনুকূল রাজস্ব ও অ-রাজস্ব নীতিসহ বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে। তাই আমি মার্কিন ব্যবসায়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অনাবাসী বাংলাদেশিদের আহবান জানাচ্ছি, আপনারা বিনিয়োগের আদর্শ ক্ষেত্র হিসেবে বাংলাদেশের সম্ভাবনা আবিষ্কার করুন ও এদেশে বিনিয়োগ করুন।