প্রচ্ছদ ›› বাণিজ্য

বিদেশে শাখা খুলছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২১ ১৪:০০:৩৬ | আপডেট: ৪ years আগে
বিদেশে শাখা খুলছে ওয়ালটন

চারটি দেশে শাখা খুলবে বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। ভারত, নেপাল, সংযুক্ত আরব আমিরাত এবং দক্ষিণ কোরিয়ায় শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ওয়ালটন করপোরেশন ইউনাইটেড স্টেটস অব আমেরিকার শেয়ার ক্রয় বাবদ পাঁচ লাখ ডলার বিনিয়োগ করবে। উত্তর আমেরিকাতে আমদানি-রপ্তানি ও সংগ্রহ পরিসেবা সরবরাহে কাজ করবে কোম্পানিটি।

এছাড়া ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং দক্ষিণ কোরিয়ায় বাজার সম্প্রসারণের জন্য শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে ওয়ালটনের পরিচালনা পর্ষদ। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে এ বিনিয়োগ করবে ওয়ালটন।