প্রচ্ছদ ›› বাণিজ্য

বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ঢাকায় সৌদির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২১ ১৬:৩১:০৮ | আপডেট: ৩ years আগে
বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ঢাকায় সৌদির প্রতিনিধি দল

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের পরিবহনমন্ত্রী প্রকৌশলী সালেহ বিন নাসের আল-জাসেরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে।

শনিবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সৌদি আরবের এই প্রতিনিধি দলটি।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডি) আয়োজিত বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ করবেন তারা।

সৌদি বন্দর কর্তৃপক্ষের সভাপতি ওমর বিন তালাল হারিরিসহ অন্যান্য ব্যক্তিরা এই বিনিয়োগ সম্মেলনে যোগ দিচ্ছেন।

রোববার এক বিজ্ঞপ্ততে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি প্রতিনিধিদের মধ্যে আকওয়া পাওয়ার, ইঞ্জিনিয়ার ডাইমেনশন টু এলএলসি, রেড সি গেটওয়ে টার্মিনালের মতো সৌদি সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীরা এই সামিটে যোগ দিচ্ছেন।

সৌদি বিনিয়োগকারীরা বাংলাদেশের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ বিভিন্ন প্রকল্পে বিশেষভাবে আগ্রহী।

বিশ্বের বিনিয়োগকারীদের মধ্যে নতুন বাংলাদেশকে তুলে ধরার লক্ষে রোববার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সামিট ২০২১।