ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে বিমা ও প্রকৌশল খাত। এতে বেড়েছে সবগুলো সূচক। প্রধান সূচক ফের ছাড়িয়েছে ৭ হাজার পয়েন্ট।
দিনের লেনদেন শেষে, বেঞ্চমার্ক ডিএসইএক্স সূচক ১৯.১৫ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে দাঁড়িযেছে ৭ হাজার ১৬ পয়েন্টে।
শরিয়াহ-ভিত্তিক ডিএসইএস সূচক ৬.৫০ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.২০ বা ০.১৬ শতাংশ বেড়ে পৌঁছায় ২ হাজার ৫৯২ পয়েন্টে।