প্রচ্ছদ ›› বাণিজ্য

বিনিয়োগকারীদের আর্থিক সাক্ষরতা বাড়াতে কাজ চলছে: বিএসইসি চেয়ারম্যান

ইউএনবি
১২ ডিসেম্বর ২০২২ ১৪:২৪:১৪ | আপডেট: ২ years আগে
বিনিয়োগকারীদের আর্থিক সাক্ষরতা বাড়াতে কাজ চলছে: বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম বলেছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা জনগণের আর্থিক সাক্ষরতা বাড়াতে কাজ করছে। যাতে তারা সচেতনভাবে ও লাভজনকভাবে বিনিয়োগ করতে পারে।

এ লক্ষ্যে, বিএসইসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে পুঁজিবাজার সংক্রান্ত একটি অধ্যায় অন্তর্ভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সঙ্গে সহযোগিতা করছে।

তিনি বলেন, ‘তারা যদি আর্থিকভাবে শিক্ষিত হতে পারে, তাহলে কেউ তাদের ঠকাতে পারবে না।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ব্র্যাক বিজনেস স্কুলের সাম্প্রতিক জরিপ অনুসারে, দেশব্যাপী গড়ে ২৪ দশমিক ৬ শতাংশের সঙ্গে বাংলাদেশে আর্থিক সাক্ষরতার স্কোর এখনও বেশ কম।

২০২২ সালের সমীক্ষা রিপোর্ট অনুসারে, এসএসসির নিচে শিক্ষাগত যোগ্যতার মানুষ, ৫০ বছরের বেশি বয়সী ব্যক্তি, ব্যক্তি উদ্যোক্তা, ঢাকাবাসী, গৃহিণী ও কৃষকদের স্কোর সবচেয়ে কম।

বিএসইসি ২০২৩ সালের মধ্যে পুঁজিবাজারে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা আরইআইটি, পিঙ্ক ও অরেঞ্জ বন্ড চালু করার জন্য কাজ করছে। পিঙ্ক বন্ডের মাধ্যমে, ক্ষুদ্র উদ্যোক্তারা বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ করতে পারে। এবং এসএমই ও বড় উদ্যোক্তারা অরেঞ্জ বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে।

অধ্যাপক শিবলী বলেন, নারী বিনিয়োগকারীদের উৎসাহিত করার পাশাপাশি আর্থিক খাতে তাদের ক্ষমতায়নের জন্য উভয় রঙিন বন্ড চালু করা হবে।

এছাড়া পোশাক ও বস্ত্র খাতের জন্য বিএসইসির একটি বিশেষ বন্ড পরিকল্পনা রয়েছে, যাতে উদ্যোক্তারা তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারেন। একই সঙ্গে বিনিয়োগকারীরা এই নিরাপদ খাতে বিনিয়োগকে উৎসাহিত করবে বলেও জানান তিনি।

অধ্যাপক শিবলী বলেন, দেশের উন্নয়ন প্রকল্পগুলো শুধুমাত্র রাজস্বের ওপর নির্ভর করে সম্পন্ন করা যায় না।

প্রকল্পভিত্তিক অবকাঠামো বন্ড ও স্টক মার্কেট থেকে তহবিল সংগ্রহের জন্য মিউনিসিপ্যাল বন্ড উন্নয়নের জন্য একটি বৈচিত্র্যময় তহবিলের সুযোগ হবে।

তিনি বলেন, যদি প্রকল্প কর্তৃপক্ষ প্রায় ১২-১৩ শতাংশ লভ্যাংশ দেয়, তবে লোকেরা তাদের অর্থ এফডিআর ও সঞ্চয়পত্রে জমা না করে প্রকল্প ভিত্তিক বন্ড মার্কেটে অর্থ বিনিয়োগ করবে।

তিনি আরও বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের সঙ্গে সামঞ্জস্য রেখে অবকাঠামো ও অন্যান্য সেবা খাতের উন্নয়নে বাংলাদেশের বিনিয়োগের চাহিদা মার্কিন ডলার ৮০০ বিলিয়ন ডলারের বেশি, যা দেশীয় উৎস থেকে সংগ্রহ করা সম্ভব হবে না। কিন্তু একটি বড় অংশ পুঁজিবাজারের মাধ্যমে সম্ভব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব বিনিয়োগকারী পুঁজিবাজারে বিনিয়োগ করার ধৈর্য রাখেন এবং বিনিয়োগের সুযোগ নিশ্চিত করতে চান তাদের বন্ড মার্কেটে বিনিয়োগ করা উচিত এবং আইডিএফ ও সেভিং সার্টিফিকেট থেকে তাদের রিটার্নের চেয়ে বেশি লভ্যাংশ পাওয়া উচিত।

মিউচুয়াল ফান্ড, ট্রেজারি বন্ড এবং অন্যরা পুঁজিবাজারে লেনদেন করছে, সেখানে যে কেউ বা সাধারণ মানুষ অর্থ বিনিয়োগ করতে পারে।

তিনি বলেন, মিউচুয়াল ফান্ডগুলো গত ১০/১২ বছরে প্রায় ১০ থেকে ২০ শতাংশ লভ্যাংশ প্রদান করছে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘যাদের আর্থিক জ্ঞান আছে তারা সেকেন্ডারি শেয়ার ট্রেডিংয়ে বিনিয়োগ করতে পারে এবং মুনাফা অর্জনের চেষ্টা করতে পারে। তাদের বন্ড ও মিউচুয়াল ফান্ড পছন্দ করা উচিত।’

নিয়ন্ত্রক তার মেয়াদে কোম্পানির অডিট সিস্টেম চাপিয়ে দেয়া থেকে শুরু করে ব্রোকারেজ হাউসের জবাবদিহিতার দিকে পুঁজিবাজারে কয়েক ডজন সংস্কারের কথা বলা হয়েছে। ফলে আগামীতে পুঁজিবাজার ভালো অবস্থানে থাকবে।

অধ্যাপক শিবলী বলেন, ‘আমরা শুধু বীজ রোপণ করেছি, যেখান থেকে আগামী কয়েক বছরের মধ্যে গাছ বা গাছগুলো দৃশ্যমান হবে।’