প্রচ্ছদ ›› বাণিজ্য

বিভিন্ন পণ্যে ছাড় ক্রেতা টানছে মেলায়

নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২৩ ১৪:২১:৪৪ | আপডেট: ২ years আগে
বিভিন্ন পণ্যে ছাড় ক্রেতা টানছে মেলায়
টিবিপি ছবি

ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে এবং বিক্রয় বাড়াতে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) বিভিন্ন পণ্যের ওপর বিশাল ছাড় দিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার, দেখা গেছে; বেশিরভাগ প্যাভিলিয়ন তাদের পণ্য ছাড় অথবা পাইকারি মূল্যে বিক্রি করছে। মেলার প্রায় শেষ দিকে আকর্ষণীয় ডিসকাউন্ট, বিশেষ অফার, উপহার এবং লটারি দর্শকদের মনোযোগ আকর্ষণ করছে।সব শ্রেণির গ্রাহকদের কাছে পণ্য বিক্রি করতে  অনেক কোম্পানি মাসিক কিস্তি (ইএমআই) সুবিধাও দিচ্ছে। সব বয়সী মানুষের সরব উপস্থিতি চোখে পড়েছে মেলায়।

রান্নার সামগ্রী, প্রসাধনী, জামাকাপড় ও গহনাসহ বিভিন্ন পণ্য কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা।মেলা প্রাঙ্গণে নারী দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। লোকে লোকারণ্য ছিল বেশিরভাগ পোশাক ও কসমেটিকস সামগ্রীর প্যাভিলিয়নগুলো।আসবাবপত্র, খাদ্য ও পানীয় এবং ইলেকট্রনিক্স প্যাভিলিয়নেও ভিড় লক্ষ্য করা গেছে।প্রসাধনী, শীতের পোশাক, গৃহস্থলির তৈজসপত্র, গহনা, হস্তশিল্প, দুগ্ধজাত পণ্য, খাদ্য ও মুদি, উপহার সামগ্রী, খেলনা, স্টেশনারি ও প্লাস্টিক পণ্যের বিক্রি গত কয়েকদিনে বেড়েছে বলে জানিয়েছেন বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নের বিক্রয়কর্মী ও মালিকরা।

৩০-৪০ শতাংশ ছাড় দিয়েছে জামদানি ওয়ার্ল্ড। মেলা শেষ হওয়ার আগে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে এবং বিক্রয় বাড়াতে দুরন্ত সাইকেলগুলিতে ১০-৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছে।ইরানি স্টোরের ম্যানেজার বিল্লাল হোসেন দ্য বিজনেস পোস্টকে জানান, তারা বিভিন্ন ধরনের পণ্য যেমন মশলা, গার্মেন্টস আইটেম, জুতা এবং চামড়ার আইটেম নিয়ে এসেছেন।

তিনি বলেন; “আমরা সমস্ত ধরনের পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি।”

বিভিন্ন ধরনের অফার দেওয়া জুয়েলারি প্যাভিলিয়নগুলোতে দেখা গেছে সব বয়সী নারীদের উপচে পড়া ভিড়।

ঝুমকা জুয়েলারি স্টলের বিক্রেতা আসমা খাতুন জানান, গত কয়েকদিনে ক্রেতার সংখ্যা বাড়ায় তারা খুশি। ফার্নিচার কোম্পানিগুলো তাদের পণ্য ভেদে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। পারটেক্স, হাতিল, নাভানা, আক্তার, রিগ্যাল, ব্রাদার্স অ্যান্ড ডেল্টাসহ নেতৃস্থানীয় আসবাবপত্র প্রস্তুতকারি প্রতিষ্ঠান কাঠের তৈরি বিভিন্ন ধরনের খাট, আলমারি, ওয়ারড্রব, দরজা, সোফা, ড্রয়িং টেবিল, ড্রেসিং টেবিল, টি-টেবিল নিয়ে এসেছে।

আরএফএল এবং আকিজসহ বিভিন্ন প্লাস্টিক পণ্য উত্পাদনকারী সংস্থাগুলি তাদের পণ্যের উপর ৩০-৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।আরএফএল-এর প্যাভিলিয়ন ইনচার্জ আজিজুল ইসলাম দ্য বিজনেস পোস্টকে বলেন তারা পণ্যের উপর ১০-৫০ শতাংশ ছাড় দেওয়ার পর গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।

বাবা-মায়ের সাথে বিভিন্ন ধরনের খেলনা কিনতে ভিড় করেছেন শিশুরা।

এ বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৩৩১টি স্টল এবং ৫৭টি প্যাভিলিয়ন এবং মিনি প্যাভিলিয়ন রয়েছে। সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়াসহ ১০টি দেশের কোম্পানির ১৭টি স্টল রয়েছে।

দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে গত বছরের মতো এবারও মেলা কমিটি কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচলে মেলা-স্থল পর্যন্ত বিশেষ বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে।