প্রচ্ছদ ›› বাণিজ্য

বিমা, টেক্সটাইল ও প্রকৌশল খাত বাড়াচ্ছে সূচক

নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২২ ১০:৫৭:০৫ | আপডেট: ৩ years আগে
বিমা, টেক্সটাইল ও প্রকৌশল খাত বাড়াচ্ছে সূচক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার অধিকাংশ খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে শুরু হয়েছে লেনদেন। এদিন তিনটি সূচকই রয়েছে ঊর্ধ্বমুখী।

দিনের শুরুতে টেক্সটাইল, বিমা, প্রকৌশল আর ওষুধ খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দরই বেড়েছে। অন্যান্য খাতও আজ ঊর্ধ্বমুখী দেখা গেছে।

লেনদেনর পৌনে ১ ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০৩ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৫ এবং ডিএস৩০ সূচক কেমে ১০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৭৩ পয়েন্টে।

এ সময়ে ডিএসইতে ১৬৮ কোটি টাকার লেনদেন হয়েছে।